X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত তিমি

পটুয়াখালী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশালাকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে অর্ধগলিত অবস্থায় বেলিন প্রজাতির এই তিমি ভেসে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘সকালে সৈকতের তীরে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌছে বন বনবিভাগকে অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্ত ৬ ফুট। ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে এটির মৃত্যু হয়েছে। ঠিক  কী কারণে  মৃত্যু হয়েছে তা এই মুর্হূতে বলা যাচ্ছে না।’ 

কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে এরকম একটি তিমি ভেসে এসেছিলো। ঠিক কী কারণে এসব তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। সৈকতে ভেসে আসা মৃত তিমি, ডলফিন ও কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি। 

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠান্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ১৬টির মধ্যে এটি কোন প্রজাতির ও মৃত্যুর কারণ জানতে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি। ইতোমধ্যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন।

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ইচ্ছেমতো বসছে দোকান, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ম্লান
ঈদ আনন্দে পতেঙ্গা সৈকতে জনসমুদ্র
কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, হোটেল-মোটেলে কক্ষ ফাঁকা নেই
সর্বশেষ খবর
প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ: প্রেমিকসহ পাঁচজনের যাবজ্জীবন
প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ: প্রেমিকসহ পাঁচজনের যাবজ্জীবন
অবশেষে ভারতে সাফের জন্য ক্যাম্পই বন্ধ হয়ে গেলো
অবশেষে ভারতে সাফের জন্য ক্যাম্পই বন্ধ হয়ে গেলো
হজের রোমিং প্যাকেজ সৌদির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী: বিটিআরসি চেয়ারম্যান
হজের রোমিং প্যাকেজ সৌদির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী: বিটিআরসি চেয়ারম্যান
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাব্দীপ্রাচীন স্থাপনা
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাব্দীপ্রাচীন স্থাপনা
সর্বাধিক পঠিত
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ