X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

মই দিয়ে উঠতে হয় দেড় কোটি টাকার সেতুতে

বরিশাল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫০

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামে দেড় বছর আগে একটি সেতুর কাজ সম্পন্ন হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় এক কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় বিপাকে পড়েছেন ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। নিজ উদ্যোগে মই বানিয়ে কোনোরকমে সেতু পার হচ্ছেন তারা।

স্থানীয়রা বলেন, দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের খালের শরীফ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ কাজ শেষে করে। দুই পাশের সংযোগ সড়কও তাদের করার কথা। কিন্তু গত দেড় বছর ধরে তাদের আর কোনও খবর নেই। এতে সোমাইপাড়, নাঘিরপাড়, খাজুরিয়া, চাঁদত্রিশিরা ও আস্করসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েন। পরে এ অবস্থা থেকে পরিত্রাণে ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতু পার হচ্ছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, সংযোগ সড়কে মাটি ভরাটের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু মাটি ভরাট না করায় ওই সেতু ব্যবহার করা যাচ্ছিল না। স্থানীয়রা মই দিয়ে তা ব্যবহার করছেন।

সাবেক ইউপি সদস্য ইউনুস বক্তিয়ার বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকার মানুষের কোনও কাজে আসছে না। এলাকাবাসী মই বেয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকমে সেতু পার হচ্ছেন।

বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হলেও, এখন পর্যন্ত মাটি ভরাট করেনি। আজ-কাল বলে ঘুরাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।

ঠিকাদার ফয়েজ শরীফ জানান, সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে এর এক পাশে একটি পুকুর থাকায় ওই পুকুর ভরাট করে রাস্তা নির্মাণ করতে অতিরিক্ত বরাদ্দের দরকার। এ বিষয়ে এলজিইডি বিভাগে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে। তবে তা কবে নাগাদ হবে সেটা জানাতে পারেননি তিনি।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতুটির দুই পাশে সংযোগ সড়কের নির্মাণের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কট্রাকের দখলে মহাসড়ক, ঈদযাত্রায় ভোগান্তি
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
চট্টগ্রামে ওয়াসার পানিতে শেওলা, গ্রাহকদের ক্ষোভ
সর্বশেষ খবর
পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ অপেক্ষা
পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ অপেক্ষা
‘নারী সংস্কার কমিশন ইসলামবিরোধী, অবিলম্বে বাতিল করতে হবে’
‘নারী সংস্কার কমিশন ইসলামবিরোধী, অবিলম্বে বাতিল করতে হবে’
লা লিগা থেকে রোনালদোর দলের অবনমন
লা লিগা থেকে রোনালদোর দলের অবনমন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা