X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

গলাচিপায় জমি নিয়ে বিরোধ: এক পক্ষের হামলায় কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:২৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:২৫

পটুয়াখালী পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধে এক পক্ষের হামলায় কাশেম মৃধা (৪৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কাশেম মৃধা গালাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের আজাহার মৃধার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়ানের চরওয়াহ গ্রামে একই উপজেলার মুজিব নগর ইউনিয়ানের আলমগীর ডাক্তার ও বর মাঝির নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লাঠি সঙ্গে নিয়ে ধান কাটতে যায়। এ সময় চরবিশ্বাস ইউনিয়ানের কৃষক কাশেম মৃধাসহ কয়েকজন তাদের বাঁধা দিলে লাঠিয়ালরা তাদের ওপরে হামলা করে। এতে কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২) সোলায়মান মৃধা (২৮)-সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের গালাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে রেফার করা হয়। সেখানকার চিকিৎসকরা  কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার ভোরে কাশেম মৃধা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চরবিশ্বাস ইউনিয়ানের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল ভোলাইয়াদের সঙ্গে। কিন্তু বিএস ও আরএস রেকর্ড আমাদের নামে, তাদেরও কিছু কাগজপত্র আছে বলে তারা দাবি করে। দিনদিন মারামারি হয়, তাই উভয় পক্ষ নিয়ে এক জায়গায় বসে ওই জায়গা সমান ভাগ করে দিয়েছি। আর বলা হয়েছে, মামলার বিচারে যারা যেটুকু পাবে তা নেবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মৃত্যুর খবর শুনেছি। এখনও কোনও মামলা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ