বরিশালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টি এই আয়োজন করেছে।
শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নগরীর টাউন হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্র্রীয় জাতীয় পার্টির নেতা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল ও মালয়েশিয়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রহমান পারভেজসহ স্থানীয় নেতারা। সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বিকালে মহানগর দলীয় কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এরপর গাজী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু ও সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফাসহ স্থানীয় নেতারা।