চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৫১ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত কমপক্ষে তিন হাজার রিকশা জব্দ করেছে সিএমপির ট্রাফিক বিভাগ।
রবিবার (২৭ এপ্রিল) সকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এ চার জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো– ইব্রাহিম (৪০), মনির আহমদ (৫০), রবিন ইসলাম (২৫) ও আরাফাতুল ইসলাম নোমান (২২)।
বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন রিকশাচালকরা।
এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত মোট ৫১ জন রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
নগর ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে, চলতি মাসে ২৩ এপ্রিল পর্যন্ত নগর ট্রাফিকের চারটি বিভাগের অভিযানে তিন হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। এর মধ্যে সিএমপির দক্ষিণ ট্রাফিক বিভাগ ৯১৩টি, উত্তর বিভাগ ৯১৮টি, পশ্চিম বিভাগ এক হাজার ১৬৮টি এবং বন্দর বিভাগ জব্দ করেছে ১৬৩টি ব্যাটারি রিকশা। এসব রিকশা সিএমপির মনসুরাবাদ ও সদরঘাটে ডাম্পিং করা হয়েছে।