কুষ্টিয়ায় ভারত সীমান্তে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ স্বর্ণের আনুমানিক মুল্য এক কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ নামক স্থানে নিয়মিত টহল কমান্ডার নায়েক মো. শাহজালালের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলার রমজান বেগ গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে রপন মন্ডলের (৪২) কাছ থেকে এক কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ (১২টি স্বর্ণের বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খারিজাথাক গ্রামের মো. নুর আলম সরকার (৩৫) পালিয়ে গেছে। বিধি অনুযায়ী মামলা দায়ের করে আটক আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।