X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৫

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন ফু-ওয়াং ফুডস্ লিমিটেড কারখানার শ্রমিকরা। ওই কারখানার ৬শ শ্রমিক দুই মাসের বকেয়া বেতনের দাবিতে এ আন্দোলন করছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় কারখানায় কর্মবিরতি পালন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ বিকাল ৫টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধের দাবিতে ৮ ঘণ্টা কারখানায় আন্দোলন করেছেন।’

জানা গেছে, গত ৮ এপ্রিল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন করেন তারা। একপর্যায়ে শ্রমিকরা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ও জয়দেবপুর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনায় বসেন। আলোচনা করে চলতি মাসের ২০ তারিখ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং আগামী ১০ মে মার্চ মাসের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়। শ্রমিকরা শিল্প ও জয়দেবপুর থানাপুলিশ এবং কারখানা কর্তৃপক্ষের যৌথ এ সিদ্ধান্ত মেনে নেন।

এদিকে, গত ১৩ এপ্রিল কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় ৭ জন শ্রমিক এবং ৫ জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ দেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রমিকরা সকালে নোটিশ দেখে উত্তেজিত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ তুলে নেওয়ার দাবি জানান। এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন শুরু করেন।

এসব বিষয়ে জানতে কারখানার মালিক মিয়া মামুন এবং পরিচালক আবু জাফরের ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

জয়দেবপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২১ এপ্রিল পরিশোধের আশ্বাস দিলেও তারা মেনে নেয়নি। দাবি পরিশোধ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়ে বিকাল ৫টায় কারখানা থেকে চলে যান।’

/এমএএ/
সম্পর্কিত
মালিক কেন শ্রমিকের মুখোমুখি হন না
নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানার মেশিন বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা, সতর্ক করলেন শ্রম অধিকার কর্মী
সর্বশেষ খবর
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
চাঁদপুরে দুই মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
চাঁদপুরে দুই মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ