X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ২২:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২২:০৫

মেহেরপুর শহরের সরকারি হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ সড়ক অবরোধ করেছে বড় বাজার ব্যবসায়ী সমিতি। শনিবার দুপুর ২টার দিকে শহরের বড়বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। দুপুর থেকে দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভ চলাকালে মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু বলেন, ‘কয়েক দিন আগে মেহেরপুর স্টেডিয়ামে বাণিজ্য মেলার উদ্যোগ নিলে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ রাস্তায় নামলে সেখানে বন্ধ হয়ে যায় মেলা। হঠাৎ করে আজ শহরের একমাত্র খেলার মাঠ, বড় বাজার সংলগ্ন হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা নিয়ে আসা হয়। আমরা মেলা বন্ধের প্রতিবাদে দুপুর থেকে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছি। মেলা বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।’

জানা যায়, প্রথমে মেলার স্থান নির্ধারিত ছিল মেহেরপুর স্টেডিয়াম। কিন্তু ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থার সদস্যদের প্রতিবাদের মুখে তা পরিবর্তন করে হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়।

স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থী মহল এ উদ্যোগে ক্ষুব্ধ। অভিভাবক শামসুল আলম বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ হাইস্কুল মাঠে মেলা বসিয়ে প্রশাসন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে।’

ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘বাজারে এমনিতেই মন্দা চলছে। তার ওপর মেলার নামে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। ব্যবসায়ী সমাজ এই মেলা চায় না।’

/এমএএ/
সম্পর্কিত
খুলনায় আ.লীগের মিছিলের ঘটনায় তিন মামলা পুলিশের, গ্রেফতার ৩৯
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ভোলার গ্যাস বাইরে নেওয়া বন্ধের দাবিতে আরও তিনটি গাড়ি আটকে বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল, ২০২৫)
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
ব্রিটেনে মসজিদ ট্রাস্টের মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘটনায় চ্যারিটি কমিশনের সতর্কতা
বনানীতে ফ্লাইওভারের নিচে মিললো বৃদ্ধের মরদেহ
বনানীতে ফ্লাইওভারের নিচে মিললো বৃদ্ধের মরদেহ
র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত
র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান