X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানার মেশিন বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১৫:৪৪আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক নামে একটি কারখানায় ডায়াস্টিক মেশিন বিস্ফোরণের ঘটনায় দুই জন অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে খায়রুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নামাজে জানাজা শেষে নীলফামারীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কারখানায় ঘটনাটি ঘটে। উত্তরা ইপিজেডের বেপজার নির্বাহী পরিচালক (ইডি) আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

মৃত খায়রুল জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী গ্রামের ইয়াকুপ আলীর ছেলে।

দগ্ধ আরেক জন সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২৬) চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কারখানার শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। সেখান অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়।

বেপজার ইডি আব্দুল জব্বার বলেন, ‘গতকাল ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীেন অবস্থায় খায়রুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছি। এরপর বেপজার আইন অনুযায়ী তার পরিবারের জন্য আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, সনিক হংকং ভিত্তিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে উত্তরা ইপিজেডের খেলনা ও পুতুল তৈরির কাজ করে আসছে।

/এমএএ/
সম্পর্কিত
মালিক কেন শ্রমিকের মুখোমুখি হন না
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-ওয়াং শ্রমিকদের কর্মবিরতি
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা, সতর্ক করলেন শ্রম অধিকার কর্মী
সর্বশেষ খবর
উন্নয়নশীল বিশ্বে ‘উদ্যোক্তা রাষ্ট্র’ মডেল কেন গুরুত্বপূর্ণ?
উন্নয়নশীল বিশ্বে ‘উদ্যোক্তা রাষ্ট্র’ মডেল কেন গুরুত্বপূর্ণ?
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
মায়ের কুলখানিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরতে পুলিশের অভিযান
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর