X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৪ ট্রলারে ডাকাতি

বরগুনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ০৮:৫০আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৪:০২

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া বরগুনার পাথরঘাটার চারটি ট্রলার ডাকাতির শিকার হয়েছে। ডাকাতির সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আট থেকে দশ জন জেলে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া এফবি তুফা-২,  এফবি মদিনা-১, এফবি মা-১ ও এফবি তারেক-১ নামে ওই চারটি ট্রলার এবং আহত জেলেদের উদ্ধার করেন পাথরঘাটা দক্ষিণ জোন অধীন কোস্ট গার্ড সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল নামে এক জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

বুধবার রাত ১১টার দিকে ভোলা জেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী জেলেদের সূত্রে জানা যায়, বুধবার রাতে বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় একসঙ্গে প্রায় পাঁচ থেকে ছয়টি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ও বন্দুকসহ মুখোশ পরিহিত ২৫ থেকে ৩০ জন জলদস্যু একে একে চারটি ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ট্রলারগুলোতে থাকা মাছ, নগদ অর্থ এবং জেলেদের মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় বাধা দিলে সাত জনকে মারধরসহ এক জেলেকে গুলি করে জলদস্যুরা। ডাকাতি শেষে চারটি ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনার খবর পেয়ে হামলার শিকার ট্রলার এবং জেলেদের উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

আহত জেলেরা হলেন– পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার মো. মনির হোসেন মাঝি (৩৫), কালমেঘা এলাকার মো. বেল্লাল (৪০), মো. আবুল কালাম (৫০), ছোনবুনিয়া কালমেঘা এলাকার মো. বেল্লাল (৩১) বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. জাহিদ (২২), নলি এলাকার মো. ইব্রাহিম (৩০), আজোকাঠি এলাকার মো. ইলিয়াস (২০) এবং নলি সাজিপাড়া নামক এলাকার বাসিন্দা মো. মোস্তফা (৬০)।

পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, ‘খবর পেয়ে ডাকাতির শিকার চারটি ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘বঙ্গোপসাগরে যেখানে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে তা আমাদের এলাকার বাইরে। এ কারণে ওই এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ট্রলারগুলোতে থাকা অধিকাংশ জেলেই পাথারঘাটার বাসিন্দা। এ বিষয়ে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশের ভেতরে ঢুকে ৮ জেলেকে মারধর, দুটি নৌকা নিয়ে গেছে বিএসএফ
৫৫ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি
সুন্দরবনে অপহরণের শিকার ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
সর্বশেষ খবর
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
বেড়েছে পেঁয়াজের দাম, সবজিও ঊর্ধ্বমুখী
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনী প্রকাশনা
তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক
তরুণীকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, আসামি পলাতক
পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহির কাজ করছে গণমাধ্যম: পিপি ফারুকী
পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহির কাজ করছে গণমাধ্যম: পিপি ফারুকী
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা