X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২
রংপুরে তিস্তা কনভেনশনে আলোচকরা

‘পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে’

রংপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ২১:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১:২৮

উজানের দেশ হিসেবে পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ ভাটির দেশ বাংলাদেশকে বিপদে ফেলছে। সেই সঙ্গে জীববৈচিত্র্য, জলবায়ু এবং ইকোসিস্টেমকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।’ রংপুরে তিস্তা কনভেনশনে আলোচকরা এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি হলে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা সুরক্ষা ও সব নদ-নদী, খাল দখল-দূষণ বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রাজশাহী ও রংপুর বিভাগের আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেশনে বক্তব্য দেন– দলের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, নদী গবেষক শেখ রোকন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলন (মাপা) রংপুর জেলা নির্বাহী মনির, ডা. সৈয়দ মামুনুর রহমান প্রমুখ।

কনভেশনে বক্তারা বলেন, ‘পানি হলো প্রকৃতির এমন অত্যাবশ্যকীয় উপাদান যাকে কেন্দ্র দুনিয়ায় বিভিন্ন স্থানে সভ্যতার পত্তন হয়েছে। অথচ কালের পরিক্রমায় উজানের দেশ কর্তৃক সেই পানির ওপর একতরফা নিয়ন্ত্রণ ভাটির দেশকে বিপদে ফেলছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় ১২০০ নদীর অস্তিত্ব ছিল। নদীগুলো উজান থেকে ভাটির দিকে জালের মতো বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নিয়মিত ড্রেজিং না থাকায় তলদেশ ভরাট হয়ে কিছু নদী তার অস্তিত্ব হারিয়েছে।

‘আন্তর্জতিক নদী হিসেবে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে ৫৪টি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে ভারত ৪৯টি নদীতে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি সরিয়ে নিচ্ছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করতে পারে না।’

বক্তারা, আন্তর্জাতিক ফোরামে অভিযোগ তুলে এই সংকট সমাধানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে দুপুরে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের মিছিল নগরীর শাপলা চত্বর থেকে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

/এমএএ/
সম্পর্কিত
ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বাসদের যত আপত্তি
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক
সর্বশেষ খবর
বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৩০
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৩০
ময়মনসিংহে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০