চট্টগ্রাম নগরীর আকমল আলী রোড এলাকা থেকে অবৈধভাবে গুদামজাত করা ২০০ বস্তা বিদেশি চাল জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় নগরীর পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকায় একটি গুদাম থেকে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয়ের 'খাদ্য বান্ধব’ কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ২০০ বস্তা (দশ হাজার কেজি) লম্বা দানার থাই সাদা চাল জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএম শাকিব মেহেবুব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জব্দ করা বিক্রয় নিষিদ্ধ চালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’
তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।