X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে চাষি নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ এপ্রিল ২০২৫, ১৫:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:০৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক উপজাতীয় মারমা যুবক খুন হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিন জন। এ ঘটনায় নিহত ও আহতরা পেশায় লেবু চাষি। লেবু বাগান পাহারা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন– একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা লেবু চাষি৷ লেবু বাগান পরিচর্যা, লেবু বিক্রি করে তাদের সংসার চলে। সম্প্রতি বাগানে লেবু চুরির ঘটনা বেড়েছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহারা দিতে সেখানে রাতযাপন করেন। বুধবার রাতেও তারা চার জন লেবু বাগান পাহারা দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও তিন জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত তিন জনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তিন জনই মারমা সম্প্রদায়ের।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বাংলা ট্রিবিউনকে বলেন, 'দক্ষিণ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী থানার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের হামলায় একজন নিহত এবং তিন জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।'

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো