কুষ্টিয়ায় ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। বুধবার (৯ এপ্রিল) বিকালে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বিশেষ এ অভিযান চালানো হয়।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের নায়েক সুবেদার নিজাম শিকদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এ অভিযান চালায়। মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনে ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারত থেকে আনা এক কেজি ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৩ লাথ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার মাদকের বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।