কুমিল্লা নগরীর কেএফসি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর রাণীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর ধ্বংসযজ্ঞের ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতার হামলার খবর পেয়ে কর্তৃপক্ষ কেএফসি বন্ধ করে চলে যায়। বন্ধ অবস্থায় সন্ধ্যায় ৬টা ৩৩ মিনিটে ২৫ থেকে ৩০ জনের একদল লোক ভবনটির সামনে এসে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ৫ থেকে ৭ জন যুবক ভবনটির দুই তলায় উঠে ভাঙচুর করেন। আর নিচে থাকা লোকজন ঢিল ও ইট মেরে কেএফসির কাচ ভেঙে দেন।
কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কারা হামলা করেছে এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে কোনও জিনিস এখনও খোয়া যাওয়ার খবর নেই। তবে তারা বেশি ভাঙচুর করতে পারেনি। মাত্র তিন মিনিট পরেই পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’