চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ গ্রাম ওজনের স্বর্ণপিণ্ড ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭ লাখ টাকা।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ মোকসুদ আহমেদ নামে ওই যাত্রী। তিনি সাতকানিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদের সঙ্গে আনা স্বর্ণবারের বিষয়টি কাস্টমসে ডিক্লেয়ার না করে ব্যাগেজসহ গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। পরে কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি তার সঙ্গে আনা ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ওই স্বর্ণ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘যেহেতু উক্ত যাত্রী কোনও ধরনের পূর্বঘোষণা ছাড়া চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবার বহন করেছেন, তাই স্বর্ণবারগুলো ডিএম মূল্যে আটক করা হয়। উদ্ধার স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।’