হবিগঞ্জ মেডিক্যাল কলেজ রক্ষা ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেয়।
পরে মেডিক্যাল কলেজে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আবু হাছান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘মানহীনতার অভিযোগ এনে হবিগঞ্জসহ দেশের ছয়টি মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারের এমন হঠকারি সিদ্ধান্তে স্বাস্থ্যশিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হবে। অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’