X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রাজশাহীর সড়কে প্রাণ গেলো দুই জনের

রাজশাহী প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ২১:২৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১:২৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) বিভিন্ন সময়ে এই দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাজশাহী নগরীর দাসপুকুর সংলগ্ন টিবিপুকুর এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬)। তিনি গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের বাসিন্দা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলে একাই ছিলেন শামিম। দাশপুকুর এলাকার মোড় ঘোরার সময় একটি বাস তাকে চাপা দেয়। শামিম ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ করার জন্য নিহত ব্যক্তির স্বজনদের ডাকা হয়েছে। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাজশাহীর বাঘা উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামিল হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিল চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।

জানা গেছে, অসুস্থ শিশু জামিলকে নিয়ে তার মা রওশন আরা বেগম ভ্যানে লালপুরের গোপালপুর গোবরগাড়ি গ্রামে কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। সে সময় তারা বাঘা উপজেলার দিঘা আঠালিপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে শিশু জামিল হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। মা রওশন আরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালুবাহী ট্রাকের ড্রাইভার ইচ্ছাকৃতভাবে ছেলেকে মেরে ফেলেছে দাবি তার বাবা মুঞ্জিল হোসেনের। তিনি ছেলের মৃত্যুর বিচার চান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নারী নিহত
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
সর্বশেষ খবর
প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ: প্রেমিকসহ পাঁচজনের যাবজ্জীবন
প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ: প্রেমিকসহ পাঁচজনের যাবজ্জীবন
অবশেষে ভারতে সাফের জন্য ক্যাম্পই বন্ধ হয়ে গেলো
অবশেষে ভারতে সাফের জন্য ক্যাম্পই বন্ধ হয়ে গেলো
হজের রোমিং প্যাকেজ সৌদির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী: বিটিআরসি চেয়ারম্যান
হজের রোমিং প্যাকেজ সৌদির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী: বিটিআরসি চেয়ারম্যান
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাব্দীপ্রাচীন স্থাপনা
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাব্দীপ্রাচীন স্থাপনা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ