X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে: ছাত্রশিবির সভাপতি

রাজশাহী প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ২০:২৮আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১:৩৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যার মধ্যেই হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হবে, আমরা তাদের বিরুদ্ধে।’

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে ছাত্রশিবির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শাখা এ আলোচনা সভা ও পবিত্র কুরআন বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

সভায় জাহিদুল ইসলাম বলেন, ‘শহীদ সাব্বির, শহীদ আইয়ুব তাদের অপরাধ কী ছিল? তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সমাজের ছাত্রদের সৎপথে চলার আহ্বান জানিয়েছিলেন। তাদের এই আহ্বানে ছাত্রসমাজ সাড়া দিতে শুরু করলে, সমাজ ও ক্যাম্পাসে অন্যদের অপকর্ম বাধাগ্রস্ত হয়। আর এটিই তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘অতীত ও বর্তমান নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। অতীতেও আমাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে, এখনও করা হয়। ১৯৮২ সালে যখন আমাদের ভাইদের হত্যা করা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিল ছাত্রশিবির শেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।

/এমএএ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি
ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ছাত্রশিবির: সমাবেশে নেতারা
‘জামায়াত-শিবির দেশপ্রেমিক নাগরিক তৈরির চেষ্টা চালায়’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে