X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

খামারের কর্মচারীকে হত্যা করে ৭ গরু ডাকাতি: যুবদল নেতাসহ ৩ জন আটক

নেত্রকোনা প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ১৬:৪৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৬:৪৪

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর খামারের কর্মচারী জয়নাল উদ্দিনকে (৬৫) হত্যা করে সাতটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় এক যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন– দুর্গাপুর উপজেলার দুর্গাশ্রম রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), শুকনাকুড়ি রামবাড়ি এলাকার মহর আলীর ছেলে আবদুল মান্নান (৪২) এবং একই গ্রামের আবদুল কাদেরের ছেলে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবদুল আউয়াল (৩২)।

নিহত জয়নাল উদ্দিন দুর্গাপুর উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি আড়াই মাস ধরে স্থানীয় হাবিবুল্লাহর গরুর খামারে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। গত বুধবার রাত ১১টার দিকে খামারের কর্মচারী হেলাল তার দায়িত্ব শেষ করে জয়নালের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরদিন সকালে এসে তিনি দেখেন, জয়নালকে ঘরের খুঁটির সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং তিনি মারা গেছেন।

এ ঘটনায় নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আট জনকে আসামি করা হয়।

তদন্তের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে দোলন মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল মান্নান ও আবদুল আউয়ালকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম, দুর্গাপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (পূর্ব) সাইদুর রহমান এবং ওসি (পশ্চিম) আরমান আলীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেফতার ৫
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেফতার ৫
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছিল পাকিস্তান, প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি
পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছিল পাকিস্তান, প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি
পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা