রংপুর থেকে গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকারকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকালে রংপুর মেট্রোপলিটান আমলি ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমানের আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। পরে পুলিশি পাহারায় সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট রংপুর সিটি বাজারের কাছে পুলিশের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ মার্চ রাতে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় একটি বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি মুন্না হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।
পরের দিন ৬ মার্চ তাকে রংপুরের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে নতুন করে রিমান্ডের না আবেদন না করায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর মেট্রোপলিটন আদালত-১-এর পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান আসামি আফতাব উদ্দিন সরকারকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তিনি আদালতে বলেন আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পরিকল্পনা, অর্থ জোগানসহ বিভিন্ন দিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। সেগুলো যাছাই-বাছাই করা হচ্ছে। এ সময় সাবেক এমপি আফতাব আদালতে বলেন, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বা তার ৬-৭ মাস আগেও কখনোই রংপুরে আসেননি। তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন।
এদিকে, আদালত থেকে বের করে আদালতের হাজতখানায় নেওয়ার সময় আফতাব উদ্দিন সরকার তার এক স্বজনকে বলেন, ‘এ রকম ১০টি মামলা দিলেও লাভ হবে না। এসব নিয়ে চিন্তা করি না। রাজনীতি করলে কারাগারে যেতে হবে।’