X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৫, ১৮:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:৪০

চট্টগ্রামে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলায় এই মূল্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ  সিদ্ধান্ত নেওয়া হয়।

রমজানে সয়াবিন তেলের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক চট্টগ্রাম ফরিদা খানম বলেন, ‘রমজানে বর্তমানে ভোজ্যতেলের উচ্চমূল্যে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সভায় তিনি সবার কাছ থেকে সয়াবিন তেলের খুচরা মূল্য নির্ধারণের জন্য পরামর্শ আহ্বান করেন। সব ব্যবসায়ীর সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র চট্টগ্রাম জেলাব্যাপী এই মূল্য আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি করপোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলেও সভায় উল্লেখ করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অন্যান্য মুসলিম দেশগুলো রমজানে ভর্তুকি দিয়ে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে। সব পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল কেনা-বেচার জন্য অনুরোধ করছি।’

সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
চূড়ান্ত সিদ্ধান্তের আগে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা বেআইনি: বাণিজ্য উপদেষ্টা
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল