চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে গুদাম মজুত রাখাসহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে নগরীর পাহাড়তলী বাজারে তদারকিকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, ‘পাহাড়তলী বাজারে অভিযানকালে দেখা যায়, মেসার্স ইকরাই স্টোর সয়াবিন তেলের কৃত্রিম সংকটের কথা বলে ক্রেতার কাছে বিক্রি করছে না। তবে প্রতিষ্ঠানটির গুদামে গিয়ে দেখা গেছে, বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করা আছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কায়সার অ্যান্ড ব্রাদার্স নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘একই স্থানে মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্স নামে অপর একটি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেসার্স জাহাঙ্গীর স্টোর নামে একটি প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।