X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে আনা হচ্ছে আবদুল্লাহ আল নোমানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আনা হচ্ছে। ঢাকা থেকে মরদেহ নিয়ে একটি হেলিকপ্টার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় অবতরণ করার কথা রয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদফতর সম্পাদক ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বিকাল ৫টায় ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে মরদেহ দর্শনার্থীদের জন্য রাখা হবে। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।

শুক্রবার দুপুর ১টায় মরদেহ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে জুমার পর বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের নামাজের পর রাউজান উপজেলার গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৬টায় তিনি মারা যান। প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে নগরের কোতয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

/এমএএ/
সম্পর্কিত
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হবে: শামা ওবায়েদ
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সর্বশেষ খবর
গাজী গ্রুপকে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো মোহামেডান
গাজী গ্রুপকে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো মোহামেডান
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
রাঙামাটিতে সিএনজি অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৬
রাঙামাটিতে সিএনজি অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৬
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?