মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে আবারও আগুন লেগেছে। এতে বনের বড় একটি এলাকার ছোট-বড় লতা-গুল্ম ও গাছপালা পুড়ে যাওয়ায় জীববৈচিত্র্যের জন্য হুমকির মুখে পড়েছে। বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ওই বনে আগুন লাগে।
গুরুত্বপূর্ণ এই বনে চার ঘণ্টা ধরে আগুন জ্বলার পর বিকাল ৪টার পর নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয়রা।
এদিকে, তিনবার একই স্থানে আগুন লাগা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন। তারা বলছেন এ আগুন ‘পরিকল্পিত’। কিছু ‘ভূমি খেকো’ চক্র বনভূমি আগুন দিয়ে পুড়িয়ে দখলের পাঁয়তারা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিড বাংলাদেশ এনজিওর পশ্চিমে টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দেড় একর জায়গা পুড়ে গেছে। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।
স্থানীয়রা জানান, এর আগেও একাধিক বার আগুনে পুড়েছিল এই স্থান। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন দিয়েছে। এই আগুনে অনেক প্রাণী মারা গেছে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার ফারুকুল ইসলাম বলেন, ‘আমরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, ‘দুপুর ১টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রায় দেড় একর জায়গা পুড়ে গেছে।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ এপ্রিল, ২০২৩ সালে ১৬ মার্চ আর সর্বশেষ আজ বুধবার বনের একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।