রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চালু হয়।
দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে রবিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এবং সোমবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চালু করা হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি যাত্রী এবং যানবাহন পারাপারে চলাচল করছে।’