X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে: ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০২৫, ২০:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:২১

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘বিগত সরকার শিক্ষা চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতগুলো ধ্বংস করেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক পর্যায়ে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস করেছে। আশার কথা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবখাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। এ সংস্কার কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরও সম্পৃক্ত হতে হবে।’

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘সমাবর্তন মানে শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনামাত্র। তোমাদের মধ্য থেকে অনেকে ‘‘টপ অ্যাচিভার্স’’ হয়েছে। অনেকের পক্ষে সেটি অর্জন সম্ভব হয়নি। উভয়কেই দেশের সমৃদ্ধি আনয়নে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জীবনকে সফল করতে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন সৃজনশীলতা ও কঠোর অধ্যবসায়। দেখার বিষয়, দেশ ও জাতির জন্য তোমরা কী করতে পারো। তোমাদের মা-বাবা ও সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে করতে কাজ করো। আমি বিশ্বাস করি, বাংলাদেশকে সমৃদ্ধ ও প্রগতিশীল করতে সিআইইউ’র শিক্ষার্থীরা তাদের চলমান ধারা অব্যাহত রাখবে।’

ফাওজুল কবির খান বলেন, ‘তোমরা বিপ্লবের অতন্দ্র প্রহরী। বিগত জুলাই আন্দোলনে তোমাদের মধ্যে থেকে অনেকে আহত ও নিহত হয়েছে। অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছে। সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।’

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। বিশেষ বক্তা হিসেবে ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নির্বাহী (সিইও) কিহাক সুং বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন– সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ জাকারিয়া খান প্রমুখ।

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৪৫২ জন ব্যবসায় প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাকি ৭৩৭ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে স্ব স্ব প্রোগ্রামে অসামান্য ফলাফলের জন্য ‘টপ অ্যাচির্ভাস’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
অফিস সময়ে সভার জন্য সম্মানি না নেওয়ার নির্দেশ
ঈদে বাস-নৌ টার্মিনালে থাকবে সিসি ক্যামেরা
‘নির্দিষ্ট সময়ে ড্রাইভিং লাইসেন্স রিনিউ না করলে বাতিল হবে’
সর্বশেষ খবর
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু