X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে চসিক: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৮

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে পরিচালনার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (৮ ডিসেম্বর) নগরীর টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সঙ্গে বিশেষ সাধারণ সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের টাকায় এবং জমিতে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালেও চসিকের নিজস্ব ৪৭ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভূমি কেনা হয়েছে। তাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্পত্তি, চট্টগ্রামের জনগণের সম্পত্তি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হবে।’

তিনি বলেন, ‘জালিয়াতির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে দখল করা হয়েছে। এজন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে দখলমুক্ত করতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি, ইউজিসির চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি, আইনজ্ঞদের পরামর্শ নিয়েছি। আইনি প্রক্রিয়াতেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ফিরবে। ভবিষ্যতে কোনও মেয়র বা প্রভাবশালী যাতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে জবরদখল না করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। আমরা প্রথমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত করতে চাই। এরপর পর্যায়ক্রমে সংস্কারের কাজ পরিচালনা করবো।’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ওই ইউনিভার্সিটির মূল তিন জন ভিসি, ট্রেজারার, প্রক্টর পদত্যাগ করেছেন, একটা শূন্যতা তৈরি হয়েছে। যেহেতু এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে অবস্থিত এবং এর প্রপার্টিগুলো যেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশনের টাকা দিয়ে কেনা হয়েছে এবং আমাদের মেয়র মহোদয় এখানে একজন জনপ্রতিনিধি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ছাত্রদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই প্রেক্ষাপটগুলো বিবেচনা করে আমরা আজকের সভা আহ্বান করেছি।’

সিটি করপোরেশন থেকে বলা হয়, ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন মেয়র এটির দায়িত্বে ছিলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এটির সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সব ব্যবস্থাপনা কিন্তু সিটি করপোরেশন করেছে। ২০১৫ সাল পর্যন্ত এটা চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনা করেছে। এরপরে এটি দুর্বৃত্তায়নের কবলে পড়েছে। অন্য একটি কর্তৃপক্ষ জোর করে দখল করে নিয়েছিল। আমরা সিটি করপোরেশন থেকে সরকার বরাবর আবেদন জানিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
শিক্ষার্থী পারভেজ হত্যা: প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
‘কের লাইগ্যা আমার পুতেরে মারলো হেরা,’ নিহত জাহিদুলের মায়ের আহাজারি
সর্বশেষ খবর
ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের মরদেহ
ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের মরদেহ
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
হ্যাটট্রিক শিরোপা জিততে আবাহনীর চাই ২৪১ 
আসামে আরও ১৪ বাংলাদেশি আটক
আসামে আরও ১৪ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়