বান্দরবানের রুমার মুনলাই পাড়ার কাছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করেছে রুমা সেনা জোন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় ওই এলাকার একটি জঙ্গল থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ভোর ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুনলাইপাড়ার নিকটবর্তী জঙ্গলে কেএনএফের আশ্রয়স্থলে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা সেনা জোন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কেএনএফর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়।