X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে কনটেইনার বহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৪, ১২:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:০৩

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ রেখে আবারও ধর্মঘট শুরু করেছেন কনটেইনারবাহী প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বন্দরের ভেতর কনটেইনার হ্যান্ডলিং করছেন না তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কনটেইনার হ্যান্ডলিং করবেন না বলে জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মালিকরা, কিন্তু এখনও মানেননি। এ কারণে আমরা পুনরায় ধর্মঘটে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরবো না।’

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘মঙ্গলবার (২২ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠকে বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এমন আশ্বাসে আমরা সে সময় ধর্মঘট স্থগিত করেছিলাম। সে দাবি না মানায় আজ থেকে আবারও কর্মসূচি ঘোষণা করেছি।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা আজ আবারও ধর্মঘট শুরু করেছেন। এ জন্য প্রাইমমুভারদের অংশে কাজে কিছুটা স্লো হচ্ছে। তাদের যেসব দাবি ছিল তা মালিকপক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে এখনও বনিবনা হয়নি। তাই মালিকরাও নিয়োগপত্র দেননি, শ্রমিকরাও নিয়োগপত্র নেননি।  আশা করি, দ্রুত শ্রমিকরা কাজে যোগ দেবেন।’

/এমএএ/
সম্পর্কিত
নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানার মেশিন বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা, সতর্ক করলেন শ্রম অধিকার কর্মী
ভিয়েতনাম থেকে চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম পৌঁছেছে
সর্বশেষ খবর
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ সিইউএফএলে
গ্যাস-সংকটে উৎপাদন বন্ধ সিইউএফএলে
‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
রাবি ছাত্রীকে উত্ত্যক্ত ও ভিডিও ধারণ, দুই কলেজছাত্রকে পুলিশে সোপর্দ
রাবি ছাত্রীকে উত্ত্যক্ত ও ভিডিও ধারণ, দুই কলেজছাত্রকে পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
আইএস-আল কায়েদার পতাকা নিয়ে মিছিল, ক্ষুণ্ন হচ্ছে ভাবমূর্তি
ইলিশের কেজি দুই-তিন হাজার, বৈশাখ ঘিরে নেই অর্ডার
বরিশালের ইলিশ মোকামইলিশের কেজি দুই-তিন হাজার, বৈশাখ ঘিরে নেই অর্ডার
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন 
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন 
চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা
চীনের পাল্টা শুল্কে মার্কিন বাজারে ধস, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা
মেঘনা আলমকে ৩০ দিন কারাগারে রাখার নির্দেশ আদালতের
মেঘনা আলমকে ৩০ দিন কারাগারে রাখার নির্দেশ আদালতের