চট্টগ্রামের খুলশী এলাকায় সজীব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো হয় সকাল ৭টা ৫৫ মিনিটে। আগুন লাগার কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।’
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৬০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম।