X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পদ্মায় পুলিশের নৌকা ডুবিয়ে দিয়েছে দুর্বৃত্তরা, দুই এএসআই নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৫

কুষ্টিয়ার কুমারখালীর ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়া পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের বহন করা নৌকা পদ্মা নদীতে ডুবিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন– স্থানীয় কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল হাসান (৪৪) এবং মুকুল হোসেন (৩৭)।

হামলায় আহত ব্যক্তিরা হলেন– এ ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা, স্থানীয় কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন আহত হয়েছেন। তাদের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদ্মা নদীর ওপারে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করার জন্য পুলিশের ছয় জন সদস্য নৌকায় করে যাচ্ছিলেন। ওখানকার লোকজনের সঙ্গে গতকাল দুর্বৃত্তদের মারামারি ও গণ্ডগোল হয়েছিল নদীতে। তারা মনে করেছে, তাদের প্রতিপক্ষের লোকজন আসছে। হঠাৎ করে এসে পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। নৌকাতে ছয় পুলিশ সদস্য এবং মাঝিসহ নিয়ে আরও তিন জন ছিলেন। নৌকা ডুবিয়ে দিলে পড়ে যাওয়ার সময় নৌকায় আঘাত লেগে একজন সাব ইন্সপেক্টর আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া দুজন ইউপি সদস্যকেও নাকি মারধর করা করেছে। তবে তারা তেমন গুরুতর আহত না। সবাই সাঁতরে তীরে উঠলেও দুই জন এখনও নিখোঁজ রয়েছে।’

স্থানীয় কয়েক জন জানান, ভোররাত ৪টার দিকে একটি নৌকায় ইউপি সদস্য সানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয় পুলিশ সদস্যকে নিয়ে পদ্মায় যান। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল হাসান ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। তার পর থেকেই তারা নিখোঁজ।

কুমারখালীর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘গত রাতে কুমারখালী উপজেলার আওতায় পদ্মা নদীতে কোনও মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে, তা জানি না।’

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এসএম ফিরোজ আহমেদ বলেন, ‘শিলাইদহ ইউনিয়নের কুঠিবাড়ি ঘাট এলাকার পদ্মা নদীতে পুলিশের দুই এএসআই নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিলাইদহ খেয়াঘাট এলাকায় যায়। তবে খুলনা থেকে এখনও ডুবুরি দল না আসায় উদ্ধার অভিযান শুরু করা যায়নি। খুলনার ডুবুরি দল কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ‘পদ্মায় একটি ঘটনায় কুমারখালী থানা পুলিশের দুজন এএসআই নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রিয়’ প্রতিপক্ষকে নিয়ে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন
‘প্রিয়’ প্রতিপক্ষকে নিয়ে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত