X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাকের ধাক্কায় বিদেশি নারী পর্যটক গুরুতর আহত

মৌলভীবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ১৯:১৮আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২০:০৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় তোসকা ম্যারিয়্যান (৬০) নামে একজন বিদেশি নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক নেদারল্যান্ডসের নাগরিক।

সোমবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বিটিআরআই চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটককে প্রথমে শ্রীমঙ্গলের ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রেফার করেন।

বিদেশি পর্যটকের সঙ্গে থাকা ট্যুর গাইড ইউসুফ আলী বলেন, ‘বিদেশি ওই নারী পর্যটক ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে এসেছিলেন। আজ বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে আমরা পর্যটককে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শারমিন আক্তার ফোনে বলেন, ‘এক বিদেশি নারী পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেক সেলাই লেগেছে। বুকে ও পিঠে বেশ ইনজুরি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে রেফার করেছি।’

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে যাই। নেদারল্যান্ডস থেকে আসা ওই পর্যটককে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবলীগ নেতা মারা গেছেন
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত