X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে মহাসড়কে অবস্থান নিয়ে আকিজ ফুডের শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ১৫:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৫:০৭

ঢাকার ধামরাইয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শতাধিক শ্রমিক। বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটি, নাইট বিল, শ্রমিকদের কোম্পানির লভ্যাংশের অংশ প্রদানসহ নয় দফা দাবিতে তারা এ বিক্ষোভ করছেন।

সোমবার (৭ অক্টোবর) সকালে গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনের ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের ওই লেনটিতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বেতন বৈষম্য মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। 

শ্রমিকরা বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি-দাওয়া জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠানটি ইতোপূর্বে মৌখিকভাবে আশ্বস্ত করলেও চূড়ান্তভাবে শ্রমিকদের দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনও শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। যার কারণে ‘নয় দফা’ দাবিতে আজ তারা বিক্ষোভ করছেন।’

শ্রমিকদের নয় দফা দাবিগুলো হলো– মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস প্রদান, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ী করা, কোম্পানির লভ্যাংশ প্রদান, নাইট বিল প্রদান, কোম্পানির ভেতরে কোনও শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে কোম্পানির পক্ষ থেকে তার দায়ভার নেওয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তার ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেওয়া। 

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘দৈনিক ভিত্তিতে মাসিক সাত হাজার টাকা বেতন পাই। তাতে কিছু হয় না। পরিবার নিয়ে চলতে পারি না। বারবার বেতন বৃদ্ধির দাবি জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ দাবি মানেনি। নিয়মিত ডিউটি দেয় না। কোনও ছুটি নেই। পাঁচ বছর ধরে চাকরি করি। কিন্তু স্থায়ী করেনি। তাই আজ আন্দোলন করছি।

‘আমাদের নয়টি দাবি কোম্পানির কাছে জানিয়েছি। যদি তারা না মানে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো।  শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানাটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।’

এ ব‍্যাপারে শিল্পপুলিশ-১-এর উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘শ্রমিকরা বিভিন্ন দাবি করেছেন। তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ গ্রেফতার শ্রমিকদের মুক্তির দাবি
গৃহকর্মী ও যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
মালিক কেন শ্রমিকের মুখোমুখি হন না
সর্বশেষ খবর
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ