ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ জানান, লোকাল ট্রেনটি বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জামালপুর রেল স্টেশনের প্রবেশের পরই ইঞ্জিনে আগুন ধরে যায়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ বলেন, ‘ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রেলস্টেশনে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অতিরিক্ত গরমের কারণেই আগুন লেগেছে।’
এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।