X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

জমিজমা নিয়ে বিরোধে মা ও ছেলেকে হাতুড়িপেটা

যশোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৬

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন ফাতেমা বেগম (৬৬) নামে এক নারী এবং তার ছেলে গোলাম মওলা (৩২)। আহত মা-ছেলেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

আহত গোলাম মওলা বলেন, ‘গ্রামে আমাদের চার বিঘা জমি নিয়ে প্রায় ৩০ বছর ধরে একই এলাকার মহসিন, নজরুল ও রুবেলদের সঙ্গে বিরোধ ছিল। ওই জমিতে পুকুর রয়েছে, যেখানে আমার বড় ভাই গোলাম কিবরিয়া মাছ চাষ করেন। ৫ আগস্টে পট পরিবর্তনের পর প্রতিপক্ষ ওই জমি দখল নেওয়ার চেষ্টা করে।

‘গতকাল রাত ১০টার দিকে তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। তারা আমার ভাই ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম কিবরিয়াকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা গেট ভেঙে ঘরের ভেতর ঢুকে আমাকে ও মাকে হাতুড়ি এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’

স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের যশোরে রেফার করেন।

গোলাম মওলা বলেন, ‘বৃহস্পতিবার ১২টার দিকে আমাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

হামলাকারীরা কারা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা মূলত দুর্বৃত্ত; এখন বিএনপির লোক সেজেছে।’

জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু বলেন, ‘আহত গোলাম মাওলার মাথা, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটানো হয়েছে। তার মাকেও মারপিট করা হয়েছে। তবে দুজনই এখন আশঙ্কামুক্ত।’

জানতে চাইলে ঝিকরগাছা থানার ইন্সপেক্টর ইব্রাহিম আলী বলেন, ‘রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জমিজমা নিয়ে মেম্বার গোলাম কিবরিয়ার সঙ্গে ঝামেলার সূত্র ধরে এই মারপিটের ঘটনা ঘটেছে।’

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
আমরা গাজা হতে চাই না, সংস্কার কী বুঝি না, নির্বাচনের রোডম্যাপ দেন: মির্জা ফখরুল
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু