টাঙ্গাইলের কালিহাতীতে এক নারীকে অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে কালিহাতী ও ঘাটাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্দিরা হলেন– কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মো. আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জুবায়ের হোসেন (২১), মধুপুর উপজেলার বুচিয়া নাগরবাড়ি গ্রামের ইয়ারহামের ছেলে আব্দুর রহমান রানা (৩০)।
পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাতে এক নারী কালিহাতি থানাধীন এলেঙ্গা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোরিকশায় যাত্রীবেশে থাকা অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার হাত, পা ও মুখ বেঁধে অটোরিকশা ঘুরিয়ে পুনরায় ময়মনসিংহ লিংকরোড় হয়ে যমুনা সেতুর দিকে নিয়ে যায়। ওই নারীকে হত্যা ও জখমের হুমকি দিয়ে তার কাছে থাকা নগদ ১৩শ টাকাসহ বিকাশের মাধ্যমে তার বাবার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। পরবর্তী সময়ে বাঘুটিয়া এলাকায় রাস্তার পাশে দুষ্কৃতকারীরা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ১৯ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) মামলা দায়ের করেন।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, ‘অপহরণ মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য একটি চৌকস পুলিশ টিম দিয়ে প্রচেষ্টা চালানো হচ্ছিল। রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে অপহরণে জড়িত তিন যুবককে গ্রেফতার করা হয়। বিকাশে টাকা নেওয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার ও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। অপহরণের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’