X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে হাইওয়ে থানায় আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:২৭

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এই ঘটনায় থানার ওসিসহ ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া থানায় পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। রবিবার (৪ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, আন্দোলনকারীরা হঠাৎ করে গোড়াই থানায় হামলা চালান। তারা থানা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরে মির্জাপুর থানা পুলিশের সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এতে আমিসহ পুলিশের সাত জন সদস্য আহত হয়েছি।’

জানা গেছে, দুপুরের দিকে আন্দোলনকারীরা গোড়াই এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় গোড়াই শিল্প এলাকায় তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধ ঘোষণা হয়। পরে হাজার হাজার শ্রমিক রাস্তায় নামেন। এরপর তারা বেশ কয়েকটি শিল্প কারাখানা ভাঙচুর, স্থানীয় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ শেষে গোড়াই হাইওয়ে থানার সামনে থাকা গাড়িতে আগুন দেন। হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে বিকালে তাদের উদ্ধার করতে মির্জাপুর থানা পুলিশ সেখানে যায়। সে সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং গুলির ঘটনা ঘটে। পরে গোড়াই হাইওয়ে থানায় আগুন দেন আন্দোলনকারীরা। এ ঘটনায় পুলিশ ছাড়াও কমপক্ষে ৪০ জন আন্দোলনকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘আন্দোলনকারীরা থানা ঘেরাও করে ভাঙচুরের সময় গুলির শব্দ শুনতে পাই। বিকাল পৌনে ৫টার দিকে থানার সামনে আগুন নেভাতে গেলে আন্দোলনকারীদের ধাওয়ায় সেখানে পৌঁছাতে পারিনি।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ঘটনার সময় মির্জাপুর থানা পুলিশের নেতৃত্বে গোড়াই থানার ওসিসহ বাকি পুলিশ সদস্যদের উদ্ধার করে আনা হয়েছে। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

 

/এমএএ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
টাঙ্গাইলে হাইওয়ে থানায় আগুন
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
‘১৫ সমন্বয়কের সাক্ষাৎকার’ গ্রন্থের প্রকাশনা উৎসব
কোন রাজনৈতিক দলে যোগ দেবেন এখনও সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
সর্বশেষ খবর
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা