X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

একাত্মতা প্রকাশ করে ইবি শিক্ষিকা বললেন ‘যৌক্তিক আন্দোলনে তোমাদের সঙ্গে আছি’

ইবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৬:২৮আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৬:২৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কারের এক দফা দাবি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ফারহা তানজীম বলেন, ‘গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কারও ভয় পেলে হবে না, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে তোমাদের সঙ্গে আছি। কোটা বাতিল নয়, কোটার সংস্কার হোক।’

তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই তোমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমি মনে করি আদিবাসী, প্রতিবন্ধীর মতো কিছু কিছু জায়গায় কোটা থাকা দরকার। আমাদের মূলত যে দাবি, বেকারত্বের সংকট ঘোচানো, ছাত্ররা এই ন্যায্য দাবিতে মাঠে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক, আমি এর তীব্র নিন্দা জানাই।’

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা কোটা সংস্কারের এক দফা দাবিসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। গতকাল থেকে ভাইবোনদের রক্ত দেখে আমাদের জানের ভয় চলে গেছে। আমাদের ওপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন, আন্দোলনে উপস্থিতি তত বাড়বে এবং বাড়ছে। আর যদি একবার আমাদের ভাই-বোনদের গায়ে হাত দেওয়া হয়, আমরা সবাই একসঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। তাদের আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না।’

তারা আরও বলেন, ‘শিক্ষার্থীরা শুরু থেকেই কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে সুষ্ঠুভাবে আন্দোলন করে আসছেন। আমরা কোনও বিশৃঙ্খলা চাই না। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই।’

/এমএএ/
সম্পর্কিত
আনন্দ শোভাযাত্রায় না আসায় শিক্ষার্থীদের খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট
বঙ্গবন্ধু হলের নামবদল নিয়ে ফেসবুক পোস্ট, ইবি শিক্ষককে শিক্ষার্থীদের ধাওয়া
ধর্ষকের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
রাষ্ট্র সংস্কারের উদ্যোগ জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: আলী রীয়াজ 
রাষ্ট্র সংস্কারের উদ্যোগ জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল: আলী রীয়াজ 
‘ভিভান’ সিনেমায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না
‘ভিভান’ সিনেমায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ-তামান্না
কবিতার মাধ্যমে ভারত-পাকিস্তান বিবাদে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব
কবিতার মাধ্যমে ভারত-পাকিস্তান বিবাদে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?