কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলচাপায় ইত্যাদি আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মোস্তফা ও অপর আরোহী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইত্যাদি আক্তার উপজেলা সদরের খান ঠাকুরদিঘি পাড়া এলাকার আশরাফ আলীর মেয়ে। অভিযুক্ত মোটরসাইকেলচালক মোস্তফা ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার তাহের মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় শিশুটি মায়ের সঙ্গে ঘুরতে যায়। সে মায়ের সঙ্গে সড়কের এক পাশে অবস্থান করছিল। ঘটনার সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এসে শিশুটিকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি বেপরোয়া মোটরসাইকেল মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাওরের পানি থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেলটির চালক ও অপর আরোহী আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।