মানিকগঞ্জে যুবককে হত্যার অপরাধে ইমরান হোসেন বিশু (২৮) নামে এক আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আসামি ইমরান বিশু মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর গোলড়া গ্রামের জামাল মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের আলীমের (আলী) ছেলে উত্তম আকাশ (আলিফ) ও ইমরান হোসেন বিশু বন্ধু ছিল। বন্ধুত্বের সূত্রে আলিফের কাছ থেকে কিছু টাকা ধার নেয় ইমরান। ধারের এই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
২০২০ সালে ১৭ ফেব্রুয়ারিতে টাকা পরিশোধ করবে বলে ইমরান ফোন করে ডেকে নিয়ে আসে আলিফকে। রাতে দুজন একসঙ্গে খাবারও খায়। পরে রাত ১২টার দিকে দুজন বাড়ির পাশে নদীর পাড়ে কাঠবাগানে যায়। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ইমরান আলিফকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আলিফের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরের দিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে সিংগাইর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীব পিপি মথুর নাথ সরকার জানান, রায়ে তারা সন্তুষ্ট।
আসামিপক্ষের আইনজীবী মো. আশরাফ উদ্দিন আহমেদ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।