X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

ঘিরে রাখা সেই ভবন থেকে তিনটি বোমা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ২০:০০আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবনে অভিযান সমাপ্ত করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। অভিযানে তিনটি তাজা বোমা পাওয়া গেছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালান এটিইউ সদস্যরা। তাদের সহযোগিতা করেছে জেলা ও রূপগঞ্জ থানা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়িটির তিনতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি বোমা, চারটি চাপাতি ও দুটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি। তবে কক্ষটি কে বা কারা ভাড়া নিয়ে বসবাস করতো তা জানার চেষ্টা চলছে। এখনও অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা সেখানে অবস্থান করছেন। এই ঘটনায় মামলা হবে।’

এর আগে, রূপগঞ্জের বরপা এলাকায় সকাল ১০টা থেকে সৌদি আরব প্রবাসী জাকির মিয়ার মালিকানাধীন ওই বাড়িটি ঘিরে রাখেন এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে এটিইউর পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গত মাসের ৫ তারিখে নরসিংদিতে একটি রাইফেলসহ একজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছিল। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিকে আমরা নেত্রকোনায় সন্ত্রাসীদের ঘাঁটি আবিষ্কার করি। পরে জুন মাসের ৮-৯ তারিখে সেখানে অভিযান পরিচালনা করে জানতে পারি, সেটি ছিল আনসারুল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির। সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে ব্যাপক তল্লাশি করে সেখান থেকে পালিয়ে যাওয়া একজন নারী সদস্যকে গতরাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজ রূপগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে দুপুরে অভিযান চালিয়ে ওই কক্ষে তালা দেখতে পাই। যারা সেখানে অবস্থান করছিল তারা অন্য সদস্যদের গ্রেফতারের বিষয়টি জানতে পেরে সেখানে থেকে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ওই কক্ষে দুজন সদস্য সার্বক্ষণিকভাবে অবস্থান করতো। তারা দুজনই নেত্রকোনার ওই দলের সঙ্গে জড়িত ছিল। তাদের দুজনের মধ্যে একজন সেখানকার প্রশিক্ষক। সে নতুন জঙ্গিদের আইটি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ছাড়া একজন নারী সদস্য আসতো। তবে প্রতিদিন আরও অনেক সদস্য আসা-যাওয়া করতো। তাদের একটি কক্ষে আইটি ও অপর কক্ষে এক্সপ্লোসিভ রিলেটেড ডিভাইস রয়েছে। এ ছাড়া তিনটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।’

ওই ভবনের আরেক ভাড়াটিয়া সুন্নত মিয়া বলেন, ‘তৃতীয় তলার ওই কক্ষে বেশ কয়েক মাস ধরে বসবাস করছেন দুই শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী। তবে গত কয়েকদিন ধরে তাদের দেখতে পাচ্ছি না। ওই দম্পতি জানিয়েছিল, তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করে। তবে তাদের নাম জানা নেই। তারা সেভাবে কারও সঙ্গে কথা বলতো না।’

/এমএএ/
সম্পর্কিত
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
মৎস্য খামারের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ, নারী সদস্য গ্রেফতার
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
সর্বশেষ খবর
৬ এমপি ও প্রথম মন্ত্রিত্বের অপেক্ষায় বি‌লে‌তের বাংলাদেশি‌রা
৬ এমপি ও প্রথম মন্ত্রিত্বের অপেক্ষায় বি‌লে‌তের বাংলাদেশি‌রা
নরসিংদীতে নৌকা ডুবে ভাইবোন নিখোঁজ
নরসিংদীতে নৌকা ডুবে ভাইবোন নিখোঁজ
বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৫
পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৫
সর্বাধিক পঠিত
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
খালে এসব কে ফেলে, কেন ফেলে?
খালে এসব কে ফেলে, কেন ফেলে?