X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুলাই ২০২৪, ১৪:২৮আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৪:২৮

চট্টগ্রামে টানা চার দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার পাশাপাশি রাস্তা-ঘাট কাদাপানিতে একাকার হয়ে গেছে। বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাকতাই-খাতুনগঞ্জ। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

নগরীর নিচু এলাকা চকবাজার, ষোলশহর, আগ্রাবাদ সিডিএ, শুলকবহর, কমার্স কলেজসহ নগরীর বেশ কিছু এলাকায় সড়কের ওপর পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

গত চার দিন ধরে (শনিবার থেকে) কখনও থেমে থেমে, আবার কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামী লোকজনকে।

চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টিতে চাকতাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতা না হলেও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতারা চাকতাই-খাতুনগঞ্জে আসতে পারছেন না। বেচাকেনা অত্যন্ত কম। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে।’

নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ সঙ্গীত সড়কে হাঁটাচলা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। এ সড়কের পাশে খালে চলছে সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। এ কারণে বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ইউসুফ তালুকদার বলেন, ‘নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। সঙ্গীত এলাকায় একটি কালভাট ভাঙা হলেও এখন পর্যন্ত সেটি পুনরায় নির্মাণ শুরু হয়নি। সামান্য বৃষ্টিতে এ সড়ক হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিলেও তারা আমলে নিচ্ছেন না।’

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) মোট ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাহাড়ে বেড়েছে বসতি, মৃত্যুঝুঁকি নিয়ে সাড়ে ছয় হাজার পরিবারের বাস
৭ নদীর ১৬ পয়েন্টের পানি বিপদসীমার ওপরে
মীরসরাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
সর্বশেষ খবর
১২ বছর বয়েসই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেই বাংলাদেশি বিস্ময় বালক
১২ বছর বয়েসই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেই বাংলাদেশি বিস্ময় বালক
ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন ফাওজিয়া-মুশতাক
ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন ফাওজিয়া-মুশতাক
ছবিতে ভোটকেন্দ্রে হাসি মুখে লেবার পার্টির নেতারা
ছবিতে ভোটকেন্দ্রে হাসি মুখে লেবার পার্টির নেতারা
মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ
মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
কোটা বাতিলের দাবিতে আন্দোলনঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, এমপির গাড়িও যেতে দেননি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক