ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ধাপের নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলায় পুনর্নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন। নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদস্য কে এম মহিবুল হক খোকন। আর ফুলবাড়ীতে বিজয়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. এজাহার আলী।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. পূবণ আখতার নির্বাচনের ফল ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে বড় ব্যবধানে আবারও বিজয়ী হয়েছেন বর্তমান মেয়াদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন শিকদার) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।
নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা জাপা সদস্য কে এম মহিবুল হক খোকন। দল ও দলীয় সংসদ সদস্যের সমর্থন ছাড়াই তিনি পেয়েছেন ৪৭ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৯৯ ভোট।
ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. এজাহার আলী। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৭ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৬৪২ ভোট।