বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসী ধরতে গিয়ে বম সম্প্রদায়ের নিরীহ জনগণকে হয়রানি করা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, অভিযানের কারণে বম সম্প্রদায়ের নিরীহ জনগণকে হয়রানি করা হচ্ছে। এ তথ্য আদৌ সঠিক নয়।’
সোমবার (১৩ মে) বান্দরবানের থানচি ও রুমার বিভিন্ন সীমান্তের অপারেশনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বান্দরবান সেক্টরের অধীন সব ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পে দায়িত্বরত বিজিবি এলাকার সবার সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। তিনি সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
কেএনএফের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘কুকিচিন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর যে অভিযান পরিচালিত হচ্ছে সেটি সরেজমিন দেখতে এসেছি। মিয়ানমার সীমান্তের বিজিবির বিওপিগুলো সেনাবাহিনীকে সবক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করছে। কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড যতদিন থাকবে, ততদিন পর্যন্ত সেনাবাহিনীকে বিজিবি সহযোগিতা করবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে, যেন কোনও কুকিচিন সন্ত্রাসীরা পালিয়ে যেতে না পারে।
‘একটি স্বাধীন দেশে কেএনএফ দুঃসাহস দেখিয়েছে। এ ধরনের দুঃসাহসিকতা দেখিয়ে কেউ পার পেতে পারবে না।’
এর আগে বিজিবি মহাপরিচালক বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধীন স্পটহাইট টিওবি, থানচি বিওপি, থানচি বাজার ও রুমার দোপানিছড়া বিওপি পরিদর্শন করেন।
এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাড়া ও রুমা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।