X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

উপজেলা পরিষদের সভায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২৩:০৯

কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জানুয়ারি) তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসি ক্যামেরা ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা চলাকালে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নেতৃত্ব তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তুষারসহ ২০-৩০ জন এসে হামলা চালায়। তারা উপজেলা ভাইস চেয়ারম্যান, বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান, সাতানী ইউনিয়ন চেয়ারম্যানসহ পাঁচ জনকে এলোপাতাড়ি কিলঘুসি মারে। আতঙ্ক সৃষ্টি করে উপজেলার মাসিক সভাটি পণ্ড করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি ও ইউএনও সাহেব মিলে চেষ্টা করেও তাদের সরাতে পারিনি। গত বছর ১৫ আগস্টও সারওয়ার হোসেন বাবু বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদান করেছিলেন। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযুক্ত সারওয়ার হোসেন বাবু বলেন, ‘সভায় বসে নেতৃবৃন্দের বিরুদ্ধে কটূক্তি করায় ছেলেরা প্রতিবাদ করেছে। আমি গিয়ে তাদের সরিয়ে আনি। হামলা ও আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়।’

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী নেছার উদ্দিন বাদী হয়ে জড়িতদের নামে থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম বিভাগে নেমে গেলো পারটেক্স
প্রথম বিভাগে নেমে গেলো পারটেক্স
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
সারা দেশে একদিনে গ্রেফতার ১৬১৭
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ