X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

নৌকায় ভোট নিতে সুবিধাভোগীদের কার্ড জব্দ করা সেই চেয়ারম্যানকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৬

জব্দ করা ৪৯২ জন সুবিধাভোগীর খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ফেরত দিচ্ছেন নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন দুলু। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার জন্য কার্ডগুলো জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।  এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে শোকজ করে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডভোগী অম্বরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিম, কোহিনুর বেগম এবং হিরালাল কর্মকারসহ বেশ কয়েকজনের সঙ্গে।

উপকারভোগী কোহিনুর বেগম বলেন, ‘সর্বশেষ চাল আনতে গেলে চাল দিয়ে আমাদের কার্ড রেখে দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) দুপুরে একজন আমাদের বাড়িতে এসে কার্ড দিয়ে গেছেন। তবে এ সময় তিনি আমাদের কিছুই বলেননি।’

হিরালাল কর্মকার বলেন, ‘আমাদের বাড়ির নকুল কর্মকার, মিনতি কর্মকার, নেপাল কর্মকার ও তাহেরা বেগম এবং আমি সরকারের ১০ টাকা মূল্যের চালের সুবিধা পাই। আমাদের সবার কার্ড চাল আনতে যাওয়ার পর রেখে দিয়েছিল। কিন্তু আজ সকালে নারী মেম্বারের মাধ্যমে আমাকে তার বাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর আমাদের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছে।’

আব্দুল করিম বলেন, ‘সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদের এক ব্যক্তির মাধ্যমে আমার এলাকার পাঁচ জনের কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।’

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের কার্ড জব্দের সংবাদটি আমাদের নজরে আসার পর অম্বরনগর ইউপির চেয়ারম্যান আকতার হোসেন দুলু এবং চালের ডিলার মোহাম্মদ জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। তারা দুজন আমাদের অফিসে এসে দেখা করে গেছেন এবং এ ঘটনায় তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ ছাড়াও বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে প্রথমে বাংলা ট্রিবিউনে এবং পরে বিভিন্ন সংবাদমাধ্যমে চেয়ারম্যান কর্তৃক ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দের সংবাদটি প্রচারিত হয়। এরপর বিষয়টি নজরে আসে জেলা রিটার্নিং কর্মকর্তার। ওই সংবাদে উল্লেখ করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম।  নির্বাচনকে ঘিরে ওই প্রার্থীর ভোট নিশ্চিত করতে আসনটির ইউপি চেয়ারম্যান আকতার হোসেন দুলু নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২টি কার্ড নিজেদের সংরক্ষণে রাখেন।

অভিযোগের বিষয়টি স্বীকারও করেন ওই চেয়ারম্যান। তিনি বলেছিলেন, ‘এ কার্ডধারী সবাই প্রধানমন্ত্রীর দেওয়া ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। যেহেতু তারা সরকারের সুবিধা গ্রহণ করে, সেহেতু সরকারের মার্কা নৌকায় তাদের ভোট দিতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করতে আমরা এমপি সাহেবের (মোরশেদ আলম) সঙ্গে মিটিং করেছি। প্রতিটি ওয়ার্ডভিত্তিক আমরা কার্ডসুবিধা পাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবো এবং যারা নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার কথা দেবে, আমরা তাদের কার্ড ফিরিয়ে দেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ