X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৮

চট্টগ্রামের মীরসরাইয়ে মো. জাফর উল্লাহ ভূঁইয়া (৫০) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাফর উল্লাহ ভূঁইয়া ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০০১ সালের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের নারায়ণপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার পুত্র। পারিবারিক জীবনে তিনি দুই মেয়ের বাবা। জাফর মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দীর্ঘদিন ভাড়া বাসায় থাকতেন। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভাই এনামুল হক বলেন, ‘পরিবারের সঙ্গে রাগ করে আমার ভাইয়া জাফর উল্লাহ গত তিন বছর ধরে মীরসরাইয়ের নিজামপুর এলাকায় একা ভাড়া বাসায় বসবাস করতেন। ওই এলাকার এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করি। নিজামপুর বাজারের দোকানদার রবিউল হোসেনের মাধ্যমে জানতে পারি, প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে তিনি (জাফর উল্লাহ) চা পান করতেন। শনিবার সন্ধ্যায় চা পান করে রুমে যান। পরদিন চায়ের দোকানে না আসায় দোকানদার তাকে ডাকতে গিয়ে কক্ষে পড়ে থাকতে দেখেন। এরপর খবর দিলে পুলিশ এসে রবিবার রাতে কক্ষে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকাল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হবে।’

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে একাকী বসবাস করে আসছিলেন সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ ভূঁইয়া। রবিবার রাতে খবর পেয়ে তার ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা অথবা রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যেকোনও সময় তিনি মারা গেছেন। লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে তিনি হৃদরোগে অথবা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে তিন বছর আগে থেকে নিজামপুরে বাসা ভাড়া নিয়ে একা বসবাস করতেন। তিনি এখানে খুব মানবেতর জীবন যাপন করেছেন বলে জেনেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা