X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

সরকারের পতন না ঘটানো পর্যন্ত রাজপথে থাকবো: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ শুরু হলো। যতদিন এই সরকারের পতন ঘটাতে না পারবো ততদিন রাজপথে থাকবো।’ শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে ‘ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ। জনগণ ভোটচোর ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। এ জন্য এবার তরুণরা রাজপথে নেমেছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এ সরকারে পতন ঘটনো হবে। জাতীয় সরকার গঠন করা হবে। ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা হবে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, দেশে তার আর কোনও চিকিৎসা নেই। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে। পারিবারিকভাবে এবং দলগতভাবে আমরা অনেকবার তাকে বিদেশে পাঠানোর দাবি করলেও সরকার তা মানছে না। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না।’

রংপুরে বিএনপির তারুণ্যের রোডমার্চ তিনি বলেন, ‘এই অবৈধ সরকার ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় আছে। তারা ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত দেখিয়েছে। ২০১৮ সালে আগের দিন ভোটের বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা ব্যাংক লাখ লাখ টাকা লুট করে বিদেশে পাচার করেছে। দেশে রিজার্ভ শূন্য হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় দুর্নীতিবাজ, লুটপাটকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। যুবদল, ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রোডমার্চ শুরু হয়েছে। রংপুর থেকে এই আন্দোলন শুরু হলো। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনা, আপনি অবিলম্বে যদি পদত্যাগ না করেন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা না ছাড়েন– লাখ লাখ জনতার যে উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে সারাদেশে, সেই তরঙ্গে ভেসে যাবেন। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না।’

তারুণ্যের রোডমার্চের উদ্বোধন করে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তারুণ্যের সমাবেশে সমাপনী ভাষণ দেবেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক