X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়লো ৭ দোকান, ৩ বাড়ি

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৩, ২৩:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:২৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে আগুনে তিনটি বাড়ি, সাতটি দোকান এবং দুটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টায় লাগা এ আগুনে ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাতটি দোকান, দোকানের পেছনের তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তা ছাড়া দোকান সংলগ্ন এলাকায় রাখা দুটি ইজিবাইক পুড়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সামান্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।’

ক্ষতিগ্রস্ত দোকানদার রইছ মিয়া বলেন, ‘আগুনে পুড়ে সব হারিয়ে পথে বসে গেছি।’

আরেক দোকানদার রাসেল আহমদ জানান, আগুনে তার দোকান ও বাসা দুটোই হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।

সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফারুকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।’ বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাতে বলে তিনি জানান।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে।’

/এমএএ/
সম্পর্কিত
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়েছে ৬ ঘর, দগ্ধ তিন
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, বললেন ‘কখনোই আ.লীগের কর্মসূচিতে যাইনি’
রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, বললেন ‘কখনোই আ.লীগের কর্মসূচিতে যাইনি’
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত